parbattanews

মানবতার সেবায় লংগদু সেনা জোন

রাঙ্গামাটির লংগদু উপজেলার প্রত্যন্ত দুর্গম এলাকায় দুস্থ অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী লংগদু জোন।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে লংগদু জোনে দুস্থ অসহায় এক মায়ের ঘর নির্মাণের জন্য তিন বান ডেউটিন এবং অসুস্থ দু’জনকে চিকিৎসা বাবদ নগদ অর্থ ও বইয়ের জন্য পড়ালেখা করতে পারছে না এমন একজন পাহাড়ি শিক্ষার্থীর হাতে বই তুলে দেন লংগদু জোনের অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া, পিএসসি।

এছাড়াও কর্মসংস্থানের জন্য দুজন অসহায় গৃহবধূকে ২টি সেলাই মেশিন দেওয়া হয়েছে।

এসময় জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আইনশৃঙ্খলার পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, খাদ্য, বাসস্থান এসব বিষয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী।

এদিকে উপকারভোগীরা সেনাবাহিনীর মানবিক কাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Exit mobile version