parbattanews

মানবপাচারে জড়িত কোন রাঘববোয়ালকে ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Coxs Minister 01 copy
স্টাফ রিপোর্টার, কক্সবাজার:
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, সাগরে বাংলাদেশের জলসীমায় ভাসমান কোন অভিবাসী বা বাংলাদেশির খবর সরকারের কাছে জানা নেই। যদি এরকম কেউ বাংলাদেশের জলসীমার ভিতরে প্রবেশ করে থাকে তাহলে তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে।

শুক্রবার বিকেলে কক্সবাজারের চকোরিয়াতে হাইওয়ে পুলিশ ফাড়িঁর দুটি নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি ।

তিনি বলেন, মানব পাচারে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মানবপাচারে জড়িত কোন রাঘব বোয়ালকে ছাড় দেয়া হবেনা। সে যে দলেরই হোক না কেন। মানবপাচারকারী এবং দালালদের ধরতের ইতোমধ্যেই পুলিশ, র‌্যাব, কোস্টগার্ড ও বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে জলে স্থলে অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে।

ভবন দুটি উদ্বোধন শেষে চকরিয়া মালুম ঘাট হাইওয়ে পুলিশ ফাড়িঁ মাঠে এক সুধী  সমাবেশে বক্তব্য রাখেন মন্ত্রী।
এ সময় তিনি বলেন, সড়ক, মহা সড়ক নিরাপদ রাখতে সরকার হাইওয়ে পুলিশকে আরো আধুনিক ও শক্তিশালী করছে। বর্তমান সরকার দেশের মানুষের জান-মাল রক্ষায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইজিপি এ কে এম শহিদুল হক, স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ ইলিয়াছ, সংসদ সদস্য আব্দুর রহমান বদি, সাইমুম সরওয়ার কমল প্রমুখ।

Exit mobile version