parbattanews

মানবাধিকার লঙ্ঘন করেছে মিয়ানমার সেনাবাহিনী: অ্যামনেস্টি

মিয়ানমাারের মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত সেনা সদস্যদের জবাবদিহিতার আওতায় আনতে সরকার তেমন কিছু করেনি। ২০১৯ সাল জুড়ে অব্যাহতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে মিয়ানমার সেনাবাহিনী।এশিয়ার দেশে দেশে নিপীড়ন বিষয়ে লন্ডনভিত্তিক অ্যামনেস্টি ইন্টান্যাশনাল প্রকাশিত এক রিপোর্টে এসব কথা বলা হয়।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ওই রিপোর্ট প্রকাশিত হয়।

রিপোর্টে বলা হয়, কাচিন, রাখাইন ও শান রাজ্যের মতো যেসব এলাকায় সরকার বাহিনী জাতিগত সশস্ত্র গ্রুপগুলোর বিরুদ্ধে লড়াই করছে সেখানে যুদ্ধাপারাধের মতো অপরাধ সংঘটিত হচ্ছে।

বেসামরিক লোকজন, রাজ্যের আইনপ্রণেতাে এবং স্থানীয় কর্মকর্তারা অভিযোগ করেন যে, শত্রুদের সহযোগিতা করা হচ্ছে বলে সন্দেহ হলেই সেনারা গ্রামবাসীদের ধরে নিয়ে আটকে রাখছে এবং নির্যাতন করছে।

রিপোর্টে আরও উল্লেখ করা হয় উত্তর রাখাইনে এ ধরনের ঘটনা বেশি ঘটছে।

সূত্র: সাউথ এশিয়ান মনিটর

Exit mobile version