মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে কাউখালীতে তিন সংগঠনের বিক্ষোভ

fec-image

পার্বত্য চট্টগ্রামে আইন ও বিচার বহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে রাঙামাটির কাউখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফভুক্ত তিন সংগঠন হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম।

‘আমরা শান্তি ও নিরাপত্তা চাই’ শ্লোগানে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ৩ সংগঠন।

সমাবেশে হিল উইমেন্স ফেডারেশনের কাউখালী থানা শাখার সাধারণ সম্পাদক পাইথুইমা মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক রূপন মারমা, হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক দয়াসোনা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কাউখালী থানার সাধারণ সম্পাদক রূপক চাকমা।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে আইন বহির্ভুত হত্যা, অন্যায় ধরপাকড়সহ মানবধাধিকার লঙ্ঘন বন্ধ করা; গ্রেফতারকৃত ইউপিডিএফ ও তার সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি এবং পার্বত্য চট্টগ্রামে প্রকৃত গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিক্ষোভ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন