parbattanews

মানব সভ্যতা রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই: এমপি দীপংকর

মানব সভ্যতা রক্ষায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

বুধবার সকালে (২৬ জুলাই) রাঙামাটি পৌরসভা প্রাঙ্গনে জেলা প্রশাসন এবং বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, বন উজার হওয়ার কারণে দিন দিন মাটির টপ সয়েল ক্ষতিগ্রস্থ হচ্ছে। বৃষ্টি কমে যাচ্ছে। আমরা প্রকৃতিকে ধ্বংস করছি। আমরা যেন ব্যক্তি উদ্যোগে গাছ লাগাই। শহর-গ্রাম পরিষ্কার রাখি। বন সৃজনে মনোনিবেশ করি। জলবায়ুর খারাপ দিকের কথা ভেবে সবাই নিজ নিজ বাড়ির আঙিনায় খালি জায়গায় গাছ লাগান।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, দক্ষিণ বন বিভাগের প্রধান সালেহ মোহাম্মদ শোয়েব খান।

আলোচনা সভার পর অতিথিরা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ এবং অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এরপর অনুষ্ঠান প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন অতিথিরা।

এর আগে সকালে বন বিভাগের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং বৃক্ষমেলার উদ্বোধন করেন আগত অতিথিরা।

Exit mobile version