মানিকছড়িতে আউশ ধান ঘরে তুলতে ব্যস্ত প্রান্তিক কৃষক

fec-image

মানিকছড়িতে এবার ৮৫ হেক্টর জমিতে আউশ ধান চাষ করেছে প্রান্তিক কৃষক। জমিতে এখন আউশ ধান কাটার ধুম পড়েছে।

উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা উৎপল রায় জানান, এ বছর উপজেলায় ৮৫ হেক্টর জমিতে আউশ চাষ করেছে প্রান্তিক কৃষক। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩৫ মেট্রিক টন। রবিবার (২২ আগস্ট) উপজেলার কেকড়াছড়ির মো. রফিকুল ইসলামের বিলে গিয়ে দেখা গেছে ১০/১২ পুরুষ ও নারী শ্রমিক মনের আনন্দে আউশধান কাটছে।

এ সময় প্রান্তিক কৃষক মো. রফিকুল ইসলাম বলেন, ব্যবসার পাশাপাশি এবছর ২ একর জমিতে আউশ ধান চাষ করেছি। ফসলও ভালো হয়েছে। তবে বাবুই পাখির আক্রমণ বেশি হওয়ায় আগাম ধান কাটতে বাধ্য হচ্ছি।

ওই এলাকার কৃষি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন কুমার নাথ আজকের পত্রিকাকে বলেন, মো. রফিকুল ইসলাম একজন সফল কৃষক ও কৃষি বান্ধব একজন ব্যবসায়ী। তার ৪৫ একর ভূমিতে ধান, মিশ্র ফলজ বাগান রয়েছে। এ বছর আউশ ধানের ফলন মোটামুটি ভালই হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা অর্জন হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন