parbattanews

মানিকছড়িতে আগুনে পুড়ে গুরুতর আহত ১

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের দুর্গম আচালং পাড়া এলাকায় মুন্নি বালা ত্রিপুরা (৭) নামের এক শিশু আগুনে পুড়ে গুরুতর আহত হয়।

শনিবার (১৮ ফেব্রয়ারী) বিকেল ৫ টায় বাড়ির সামনে বড়ই গাছে উঠলে নিচে থাকা সহপাঠীরা খেলার ছলে ধানের খড়ে আগুন ধরিয়ে দেয়। এসময় গাছে থাকা শিশু গরমে আগুনে লাফিয়ে পড়ে ঝলসে যায়। তার চিৎকারে অভিভাবক ও প্রতিবেশীরা এগিয়ে এসে উদ্ধার করে।

শিশুটিকে শনিবার সন্ধ্যায় প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসক ডা. মহিউদ্দীন জানান ,শিশুটি ৫৫-৬০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা এখন আশংকাজনক।

আগুনে পুড়ে শিশু আহতের বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) আনচারুল করিম।

এ সময় ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আচালং পাড়ার স্বপন কুমার ত্রিপুরার একমাত্র শিশু কন্যা মুন্নি বালা ত্রিপুরা বাড়ির সামনে বড়ই গাছে উঠলে তার অপর সহপাঠী খড়ে আগুন ধরিয়ে দিলে এই মর্মান্তিক ঘটনার অবতারণা ঘটে।

এছাড়া ঘটনায় শিশুর মা ও বাবা একমাত্র শিশুর জীবন নিয়ে শংকিত ও মর্মাহত হয়ে পড়েছে।

Exit mobile version