মানিকছড়িতে আনসার ব্যাটালিয়নের উদ্যোগে ত্রাণ-সামগ্রী বিতরণ

fec-image

বৈশ্বিক মহামারী ‘করোনা’ মোকাবিলায় সরকারি বিধি-নিষেধে গৃহবন্দি শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে খাদ্য সংকটে ভুগছে। ফলে মানিকছড়ি উপজেলা ৫ আনসার ব্যাটালিয়ন সদস্য নিজস্ব উদ্যোগে এসব গৃহবন্দি শ্রমজীবী মানুষের মাঝে ত্রান-সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহনণ করেন।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার গচ্ছাবিল ৫ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. কামরুজ্জামান(রাশেদ) উপস্থিত থেকে এলাকায় শতাধিক গরিব-দুঃখী শ্রমজীবী, কৃষিজীবী যারা এ মূহূর্ত্বে কর্মহীন হয়ে গৃহবন্দি জীবন-যাপন করছে তাদের মধ্যে ১শত ১৫ পরিবারে চাউল, ডাল,তৈল , ছোলা, চিড়া.আলুসহ ত্রান-সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেন।

বিতরণকালে অধিনায়কের পাশাপাশি আনসার সদস্য, ইউপি সদস্য মো. মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

অধিনায়ক মো. কামরুজ্জামান(রাশেদ) জানান, যে কোন দূর্যোগে ৫আনসার ব্যাটালিয়ন সদস্য অতীতের ন্যায় জনগণের পাশে দাঁড়াতে সর্বদা প্রস্তুত রয়েছে। আসন্ন মাহে রমজানের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ইফতার সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে বলে আশ্বস্ত করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আনসার, ইউপি, মানিকছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন