parbattanews

মানিকছড়িতে আ’লীগের সোমবারের সড়ক অবরোধ প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি (ফলোআপ) :

হাইকোর্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগের উপর স্থিতিবস্থা জারি করায় মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ সোমবারের আধা বেলা সড়ক অবরোধ প্রত্যাহার করেছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দুই সদস্য এমএ জব্বার ও রেম্রাচাই চৌধুরীর বিরুদ্ধে শিক্ষক নিয়োগে ঘুষ গ্রহণসহ ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও  স্বজনপ্রীতির অভিযোগ এনে নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ রবিবার বিকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে সোমবার খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে আধা বেলা(৬-২) সড়ক অবরোধের ডাক দেয়।

একই সাথে নিয়োগ প্রক্রিয়া বাতিল না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণসহ জেলা আওয়ামী লীগের সকল কর্মসূচি বর্জনের হুমকি দেওয়া হয়।

সোমবারের সড়ক অবরোধ প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দিন বলেন, উচ্চ আদালত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূণ্যপদে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার উপর তিন মাসের জন্য স্থিতিবস্থা জারি করায় আমরা সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি।

Exit mobile version