parbattanews

মানিকছড়িতে ইভটিজিং এর অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড

মানিকছড়ি উপজেলাধীন গরমছড়ি ত্রিপুরা পাড়া এলাকার রতন কুমার ত্রীপুরা ওরফে বধুকুমার ত্রিপুরা(২২)কে ইভটিজিং এর অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার ৩০ জানুয়ারি) দুপুরে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন মানিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আসমা জানান, গাড়িটানা নেছারিয়া দাখিল মাদরাসার ছাত্রীরা মাদরাসায় আসার পথে একাধিকবার পথরোধ করে বিরক্ত করে আসছিল ওই যুবক। শনিবার রাস্তা দিয়ে ছাত্রীরা আসার পথে তাদের টিজ করলে এক পর্যায়ে বিরক্ত হয়ে মাদরাসা শিক্ষকদের অবগত করেন ছাত্রীরা।

পরে শিক্ষকরা তাকে আটক করে খবর দেন। সেখানে গেলে ঘটনার সত্যতা পেয়ে ওই যুবককে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে খাগড়াছড়ি জেল সুপারের কাছে সোপর্দ করা হয়েছে।

Exit mobile version