parbattanews

মানিকছড়িতে এইচএসসি ফল বির্পযয়, লক্ষ্মীছড়িতে সন্তোষজনক

এইচএসসি পরীক্ষার ফলাফলে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পাস হার ৪৬ শতাংশ আর লক্ষ্মীছড়ি উপজেলায় ৮১ শতাংশ। ফলাফলে অনগ্রসর জনপদ লক্ষ্মীছড়ি এগিয়ে থাকলেও মানিকছড়ির ফলাফল বির্পযয়ে অভিভাবক সংক্ষুব্ধ!

বুধবার (৮ ফেব্রুয়ারি) উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) ঘোষিত ফলাফলে চট্টগ্রাম বোর্ডের অধীন খাগড়াছড়ি জেলার প্রত্যন্ত জনপদ লক্ষ্মীছড়ি সরকারি কলেজে পাসের হার ৮১ শতাংশ। এখানের ১৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২৭ জন। বিজ্ঞানে-৪, ব্যবসায়-২৪, মানবিকে -৯৯জন। জিপিএ-৫, ১ জন (মানবিক)।

অন্যদিকে মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজে মোট পরীক্ষার্থী ৫৫৮। এখানে পাস করেছে ২৫৭ জন। পাসের হার ৪৬ শতাংশ। এর মধ্যে বিজ্ঞানে ২৯, ব্যবসায় ৭০ ও মানবিকে ১৫৮ জন পাশ করেছে। জিপিএ-৫, ৩ জন (ব্যবসায়-২, মানবিক-১)।

বুধবার শিক্ষাবোর্ড কর্তৃক ঘোষিত ফলাফলে মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রি কলেজের পাসের হার ৪৬.০৬% দেখে অনেক অভিভাবক হতাশা ব্যক্ত করেছেন! কেউ কেউ করোনা পরিস্থিতির কারণেই এমন বিপর্যয় মনে করলেও সচেতন অভিভাবকেরা বলছেন, নিশ্চিই কলেজে পাঠদান ভালো হয়নি। এ প্রসঙ্গে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মন্তব্য করতে না চাইলেও অভিভাবক মো. শহীদুল ইসলাম বলেন, সামগ্রিকভাবে ফলাফল বিপর্যয় ঘটেছে! এটা কলেজের কাছে অপ্রত্যাশিত। এছাড়া এই কলেজের বিপর্যিত ফলাফল নিয়ে অনেকে শিক্ষকদের ব্যর্থতাকে দায়ি করছেন।

অন্যদিকে লক্ষ্মীছড়ি সরকারি কলেজের সন্তোষজনক ফলাফলে জনপ্রতিনিধি, অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষ সন্তুষ্ট। উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী বলেন, জেলার সবচেয়ে অনগ্রসর জনপদ লক্ষ্মীছড়ি। এই কলেজে অধ্যক্ষ ও প্রভাষকদের আন্তরিকতা এবং অভিভাবকদের সহযোগিতায় নিয়মিত শ্রেণি পাঠদানে শিক্ষার্থীরা মনোযোগী থাকায় আজ সন্তোষজনক ফলাফল অর্জিত হয়েছে।

এই কৃতিত্ব সকলের। অধ্যক্ষ আলী মুর্তুজা চৌধুরী বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সবাইকে নিয়ে নিয়মিত পাঠদানে কঠোর ছিলাম বলে আজ ৮১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা ও আন্তরিকতা প্রত্যাশা করছি।

Exit mobile version