সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি রক্ষায় মাঠে নেমেছে প্রশাসন

মানিকছড়িতে একদিনে উনিশ মামলায় ১১ হাজার টাকা জরিমানা

fec-image

বৈশ্বিক মহামারী ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে কঠোর অবস্থানে মানিকছড়ি উপজেলা প্রশাসন।

৯ জুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ১৯টি মামলায় এগারো হাজার ৩শত টাকা জরিমানা আদায় করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেশব্যাপী বৈশ্বিক মহামারী ও প্রাণঘাতি ‘করোনা ভাইরাস’ সংক্রমণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে তৃণমূলে প্রশাসনের কঠোরভাবে নজরদারী সত্বেও সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি না মেনে উপজেলার হাঁট-বাজার, লোকালয়ে সমাগম বাড়ায় জনপদে ‘করোনা’ সংক্রমণ বাড়ছে। ফলে উপজেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়ে মাঠে নেমেছেন। জনচলাচলে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য নিশ্চিতকরণে জনসম্মুখে মাক্স ব্যবহার, মোটরসাইকেল চলাচলে হেলমেট ও কাগজপত্র সাথে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

৯ জুন বিকালে উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ ও সহকারী কমিশনার(ভূমি) রিফাত আসমা উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৯টি মামলায় ১১ হাজার ৩শত টাকা জরিমানা আদায়সহ জনগণকে সতর্ক করেছেন। যতক্ষণ জনপদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত না হবে, ততক্ষণ ভ্রাম্যমান আদালত দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২(০১) ধারায় সাজা ও দণ্ডপ্রদান অব্যাহত থাকবে বলেও বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নিবাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জরিমানা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন