parbattanews

মানিকছড়িতে করোনায় কর্মহীন ও দুস্থ পরিবারে গ্র্যাজুয়েট ফোরামের খাদ্য সামগ্রী বিতরণ

বৈশ্বিক মহামারী করোনায় কর্মহীন ও দুস্থ অর্ধশত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মানিকছড়ি গ্র্যাজুয়েট ফোরাম।

সোমবার (১০ মে) সকাল ১১টায় মানিকছড়ি প্রেসক্লাব হল রুমে উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্থ, কর্মহীন ও দুস্থ অর্ধশত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন গ্র্যাজুয়েট ফোরাম এর উপদেষ্টা, সাবেক উপজেলা চেয়ারম্যান, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি ও গ্র্যাজুয়েট ফোরাম অর্থ সম্পাদক ডা. অমর কান্তি দত্ত, গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক ও গ্র্যাজুয়েট ফোরাম যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মো. রমজান আলী, গ্র্যাজুয়েট ফোরাম দপ্তর সম্পাদক ডা. মো. মনির হোসেন, চহ্লাপ্রু কার্বারীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাইমন ত্রিপুরা, গ্র্যাজুয়েট ফোরাম ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, গ্র্যাজুয়েট ফোরাম তথ্য ও প্রচার সম্পাদক ও সাংবাদিক মো. ইসমাইল হোসেন প্রমুখ।

উক্ত খাদ্য সামগ্রী উপজেলার অর্ধশত পাহাড়ি-বাঙ্গালী কর্মহীন ও দুস্থ পরিবারে ৫ কেজি চাউল, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই, দুধ, নারিকেল, কিসমিচ, ১ কেজি তৈল, নুডলস পরিবার প্রতি বিতরণ করা হয়।

Exit mobile version