মানিকছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন: ৫দিনের রিমাণ্ডের আবেদন পুলিশের

Follow Up

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি :
 খাগড়াছড়ি জেলার মানিকছড়ির গবামারা এলাকায় শুক্রবার দুপুরে পাহাড়ী কিশোরী  ধর্ষনের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক বিচার দাবীতে শনিবার সকালে খাগড়াছড়ি পৌর শাপলা চত্তরে মানববন্ধন করেছে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল(বিএমএসসি)। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, একুশে টিভির সাংবাদিক চিংমেপ্রু মারমা, বাসদের নেত্রী কৃষ্টি চাকমা, প্রগতিশীল মারমা ছাত্র সমাজের সভাপতি মংসাই মারমা, নিয়ং মারমা, বিএমএসসি’র জেলা সভাপতি চাইহ্লাউ মারমা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি আনয়ন ত্রিপুরা ও পাহাড়ি ছাত্র পরিষদের সাধারন সম্পাদক জেসি চাকমা। উল্লেখ্য, গত শুক্রবার আন্তজার্তিক নারী দিবসের একদিন আগে  খাগড়াছড়ি জেলার মানিকছড়ি বাটনাতলী এলাকায় ১৭ বছর বয়সী এক পাহাড়ী কিশোরী ধর্ষনের শিকার হয়।

মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালামের নেতৃত্বে তিন ধর্ষক মোটরসাইকেল চালক শহীদুল ইসলাম(২৫), মোঃ মাহবুব আলম(২২) ও বেলাল হোসেন(২৪) আটক করে পুলিশে দেয়।  
মানিকছড়ি থানান ওসি কেশবচক্রবর্তী জানান, আটক  তিন যুবক ধর্ষণের কথা স্বীকার করেছে। তাদের প্রত্যেককে ৫দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে আজ (শনিবার) সকালে আদালতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন