parbattanews

মানিকছড়িতে খাদ্য পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে মানিকছড়িতে উপ-সহকারী কৃষি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী ও কৃষকদের নিয়ে ৩ দিন ব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস মিলনায়তন ও প্রেসক্লাব মিলনায়তনে পৃথকভাবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাসিনুর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না মাহমুদ। অতিথি ছিলেন, মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ। প্রশিক্ষক ছিলেন, বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আঞ্চলিক ও ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ জহির উল্লাহ ও সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মো. লুৎফর রহমান।

Exit mobile version