parbattanews

মানিকছড়িতে গরু চোরদের বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত ও আহত দুই

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় গরু চোরদের  বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত ও ১জন গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার ভোর ৪টা ৫ মিনিটে মানিকছড়ি থানার নিচে আমতলী  ও গাড়িটানায় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ(ওসি) মাঈন উদ্দিন খান।

নিহতরা হলো, মহিদুল ইসলাম(৩৩) ও মো. আরিফ(২৫)। গুরুতর আহত জামাল উদ্দিন ও মিল্টন খান কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, খাগড়াছড়ির রামগড় উপজেলার তৈচালা এলাকা থেকে মঙ্গলবার রাতে সংঘবদ্ধ গরু চোরের একটি দল ৪টি গরু নিয়ে পালাচ্ছিল। খবর পেয়ে গুইমারা উপজেলা থেকে তাদের ধাওয়া করা হয়। মানিকছড়ি আমতল এলাকায় বাসটির গতিরোধের চেষ্টা করা হলে তাদের  চাপা দিয়ে পালিয়ে যায়। গাড়িটানা এলাকায় আবারও বাসটিকে আটকাতে চেষ্টা করলে মিল্টন খান নামে আরো একজনকে চাপা দেয়।

অফিসার ইনচার্জ(ওসি) মাঈন উদ্দিন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মিনি বাস চাপায় মানিকছড়ি থানার নিচে আমতল এলাকায় ২জন নিহত ও ১জন আহত হয়েছে। মিনি বাসটিতে কি ছিল এবং কেন মোটরসাইকেল আরোহীরা বাসটিকে ধাওয়া দিচ্ছিল তার কারণ জানা যায়নি। কয়েক স্থানে বাসটিকে আটক করতে চেয়েও পারা যায়নি।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যোবাইরুল হক জানান, নিহত ও আহতরা সকলেই গুইমার থানার বাসিন্দা।

Exit mobile version