parbattanews

মানিকছড়িতে চোর আতঙ্ক: এক রাতে ১১ দোকানে চুরি

চুরি

মানিকছড়ি প্রতিনিধি:

মানিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার রাতে ১১টি দোকানের তালা ভেঙ্গে নগদ টাকা, মোবাইল ও দোকানের মালামাল নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চোর চক্র। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীমহলে নতুন করে চোর আতঙ্ক দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নিত্যদিনের মত দোকানীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে আসার এক পর্যায়ে মানিকছড়ি বাজার সংলগ্ন মুক্তিযোদ্ধা মার্কেট এলাকার গাজী ডেন্টাল কেয়ার, ব্রাইট গ্রীন এনার্জি ফাউন্ডেশনের সৌর বিদ্যুৎ অফিস, আই কেয়ার অপটিক্স, শাহান শাহ মোটর পাটস, রহমান নগর এলাকার তমাল ফামের্সী, মান্নানের চা দোকান, জুলহাসের মুদি দোকান, আবদুল্লার চা দোকান, মুসলিমপাড়া স্কুল সংলগ্ন শাহজাহানের মুদি দোকান, কাশেমের চা দোকন ও শাহজালালের চা দোকানে প্রবেশ করে। এসময় তারা প্রতিটি দোকানের ২/৩টি তালা ভেঙ্গে নগদ টাকা, মোবাইল ও মালামাল নিয়ে যায়।

ব্রাইট গ্রীন এনার্জি ফাউন্ডেশনের ম্যানেজার লেলিন চাকমা জানান, চোরচক্র আমাদের অফিসের ৩টি তালা ভেঙ্গে নগদ ১৭ হাজার টাকা নিয়ে গেছে। উপজেলা সদরে এ ধরনের ঘটনা ঘটবে এমটি আশা করিনি।

এ ব্যাপারে মানিকছড়ি থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, মানিকছড়ি বাজার এলাকায় সবসময় পুলিশের টহল রয়েছে। বিষয়টিকে অধিকতর গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Exit mobile version