মানিকছড়িতে জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত

1

মো. ইমরান হোসেন, মানিকছড়ি প্রতিনিধিঃ
মানিকছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী সম্পন্ন হয়েছে।

শনিবার বিকাল ৩টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে এক আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি মো. আরব আলী, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক মজিবুল হক বাহার, জিয়া পরিষদের সভাপতি মো. আবুল কাশেম মাস্টার, ওলামা দলের সভাপতি অলি উল্যাহ, যুবদল নেতা মোশারফ হোসেন, শ্রমিক দলের সভাপতি আবুল কাশেম ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সাইফুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক মো. মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, মহিউদ্দিন কিশোর, মো. মিজানুর রহমান, আব্রে মারমা, ছাত্র নেতা টিপু সুলতান, রেদোয়ান আহাম্মদ সোহাগ, আকতার হোসেন প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক এনাম তার বক্তব্যে বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণন্ত্রের পথ সুগম করেছে। বর্তমানে বিএনপির এ দুঃসময়ে সকল মতভেদ ভুলে দলের এবং দেশের স্বার্থে নেতাকর্মীদের জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন