parbattanews

মানিকছড়িতে দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

খাগড়াছড়ির মানিকছড়ি, রামগড়, গুইমারা ও লক্ষ্মীছড়ি উপজেলার প্রায় চার হাজার মারমা জনগোষ্ঠীর “দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড”র ৮ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ নভেম্বর) দিনব্যাপী মানিকছড়ি উপজেলার কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কংজাই মারমা সভাপতিত্বে ও ক্রেডিট কর্মকর্তা ক্যপ্রুসাই মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

সভায় অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.জয়নাল আবেদিন, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, জেলা পরিষদে সদস্য মো.মাঈন উদ্দিন, মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শফিকুর রহমান ফারুক, যোগ্যছোলা ইউপি চেয়ারম্যান ক্যজরী মহাজন, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, মানিকছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ডলি চৌধুরানী, খাগড়াছড়ি জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি দিলীপ চৌধুরী, সাবেক সম্পাদক মো.আবু দাউদ,উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়, জেলা সমবায় কর্মকর্তা আশীষ কুমার, উপজেলা সমবায় কর্মকর্তা আইয়ুবুর রহমান, কালব চট্টগ্রাম অঞ্চলের ডিরেক্টর আশীষ কুমার দাশ, কালব ব্যবস্থাপক ছাজেনঅং রাখাইন, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মংশেপ্রু মারমা প্রমুখ।

স্বাগত বক্তব্যে সভাপতি বলেন, দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ২০১৪ সালে ১৪ জন সদস্য ও ৩২০ টাকা মূলধন দিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে ৩ হাজার ৯শ ৫ জন সদস্যের সঞ্চয়ী আমানত ৪ কোটি ৭ লাখ ৮শ ৭৪ টাকা।

সকাল ৯টা থেকে উপস্থিতি নাম ও স্বাক্ষর নিবন্ধন, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন আসন গ্রহণ, ত্রিপিটক পাঠ করে উয়েনু মারমা। পরে বার্ষিক সধারণ সভায় প্রতিবেদন পেশ করেন মারমা ক্রেডিট ইউনিয়নের নির্বাহী সুইচিংপ্রু মারমা।

৭ম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ আম্যে মগ ,সংশোধন অডিট প্রতিবেদর পেশ, অনুমোদন ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা ও অনুমোদন পেশ করেন পর্যবেক্ষণ কমিটির অভ্যন্তরীণ সভাপতি চাইলাপ্রু মারমা।

ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা নির্ধারণ অনুমোদন, ৩য় তলা পর্যন্ত অফিস ভবন নির্মাণ পর্যালোচনা ও অনুমোদন পেশ করেন ঋণ ব্যবস্থাপক অগ্য মারমা, বিকাল ২টায় শুভেচ্ছা কূপন ড্র ও পুরস্কারের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়। পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট দল নেতা থোয়াইঅংপ্রু মারমার নেত্রীত্বে ৩ শতাধিক বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় করা হয়েছে।

Exit mobile version