parbattanews

মানিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে জেএসএস (সন্তু) গ্রুপের শীর্ষ নেতা  ধীমান চাকমা গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির মানিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে জেএসএস (সন্তু) গ্রুপের শীর্ষ নেতা ধীমান চাকমা গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মানিকছড়ি শহরের মাস্টার পাড়ায় এ ঘটনা ঘটে।

ধীমান চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সন্তু লারমা গ্রুপের কেন্দ্রীয় নেতা ও লক্ষ্মীছড়ি উপজেলা শাখার সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে ৩ জন দুর্বৃত্ত এসে খুব কাছ তলপেটে গুলি করে পালিয়ে যায়।

এসময় স্থানীয় ধীমান চাকমাকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে ভর্তি করলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

জনসংহতি সমিতি সন্তু লারমা গ্রুপের কেন্দ্রীয় কমিটির স্টাফ সদস্য উদয়ন ত্রিপুরা এ ঘটনার জন্য জনসংহতি সমিতির অপর অংশ জনসংহতি সমিতি এমএন লারমাকে দায়ী করছে।

মানিকছড়ি থানার ওসি আব্দুর রশিদ জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তদন্ত কাজ শুরু করেছে।

Exit mobile version