মানিকছড়িতে দুর্গার গায়ে রং তুলির শেষ আচর

fec-image

মহালয়ের মধ্য দিয়ে সনাতনী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা রোববার (২৫ সেপ্টেম্বর) শুরু হয়েছে। ফলে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটি মন্দিরে মনের মাধুরিতে রং তুলির কাজ শেষ করতে মরিয়া দুর্গা কারিগরেরা।

মংরাজ পরিবারের নামকরণে উপজেলার প্রাচীণ রাজশ্যামা কালি মন্দিরে প্রায় চার দশক ধরে সনাতনী সম্প্রদায় আড়ম্বরপূর্ণ পরিবেশে পূজা-পার্বণ করে আসছে। এরপর গত দুই দশকের কিছু বেশি সময়ে তিনটহরী দুর্গা কালি মন্দির ও এক দশকের কিছু কম সময়ে মধ্যম একসত্যা পাড়া দুর্গা মন্দিরে অনুষ্ঠিত পূজা-পার্বণে সম্প্রীতির বন্ধনে ঘটে।

এবারও দুর্গাপূজা জমকালো আয়োজনে প্রতিটি মন্দিরে আয়োজক কমিটি মনের মাধুরি মিশিয়ে দুর্গা তৈরিতে কারিগরিদের দায়িত্ব দিয়েছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলা সদরস্থ রাজবাজারে অবস্থিত রাজশ্যামা কালি মন্দিরে গিয়ে দেখা গেছে, মন্দির কমিটি সাধারণ সম্পাদক তুষার পাল ও দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি অমর কান্তি দত্তের তদারকিতে দুর্গার শরীরে রং তুলির শেষ আচর টানছেন কারিগররা।

এ সময় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি অমর কান্তি দত্ত বলেন, এ বছর বেশ ধুমধাম আয়োজনে যুবকদের নিয়ে সাজ-সজ্জা চলছে। এছাড়া মা দুর্গাকে মনের মাধুরিতে সাজাতে অভিজ্ঞ কারিগরকে দায়িত্ব দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকা ব্যয় হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রক্তিম চৌধুরী পার্বত্যনিউজকে বলেন, আসন্ন দুর্গাপূজাকে ঘিরে তিনটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন