parbattanews

মানিকছড়িতে দ্রব্যমুল্য ও ভেজাল নিয়ন্ত্রনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে মইনুল ইসলামের আহ্বান

SAM_0707

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও ভেজাল নিয়ন্ত্রনে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ২৯ আনসার ব্যাটালিয়নে অধিনায়ক মো. মইনুল ইসলাম। শনিবার বিকাল ৫টায় গচ্ছাবিল বাজার কমিটির সভাপতি গোলাম হোসেন এর সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথি ছিলেন ১নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম, কোম্পানী কমান্ডার টিটুল মিয়া, ইউপি সদস্য মো. মোশারফ হোসেন, সাংবাদিক আবদুল মান্নান, মিন্টু মারমা, মো. আলমগীর হোসেন প্রমূখ।

প্রধান অতিথি সভায় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, রোজার মাসে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মুল্য নিয়ন্ত্রনে রেখে এবং ভেজালমুক্ত পরিবেশে ব্যবসা করতে হবে। এছাড়া এলাকার সার্বিক নিরাপত্তাসহ মানুষের সুখে দুঃখে আনসার বাহিনী সর্বদা জনগনের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Exit mobile version