মানিকছড়িতে নবগঠিত জেলা পরিষদ সদস্যকে সংবর্ধনা

fec-image

সদ্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনে সদস্য মনোনীত হওয়ায় মানিকছড়ি- লক্ষ্মীছড়ি’র চার সদস্যকে সংবর্ধনা দিয়েছে উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘তিনটহরী উচ্চ বিদ্যালয়’ কর্তৃপক্ষ।

সোমবার (২৮ ডিসেম্বর) সাড়ে ১২টায় বিদ্যালয়ের অডিটরিয়ামে অনাড়ম্বর পরিবেশে সহকারী গ্রন্থাগারিক ও সাংবাদিক আবদুল মান্নান’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ আতিউল ইসলাম।

অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, ইউএনও তামান্না মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা, ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বাবুল, ডলি চৌধুরাণী, সাবেক উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, সাবেক ভাইস চেয়ারম্যান এম.এ. কাদের, ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক, মো. আবুল কালাম আজাদ, ক্যয়জরী মহাজন, ও.সি তদন্ত মোঃ আমজাদ হোসেন, প্রধান শিক্ষককের সহধর্মিনী নিলুফার ইয়াসমিন, অফিসার ইনচার্জ আমির হোসেন, আওয়ামী লীগ নেতা এস.এম. রবিউল ফারুক, মোঃ আনোয়ার হোসেন, মো. শাহ আলম খাঁ, বাজার সেক্রেটারী মোঃ নুর ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন, ছাত্রলীগ নেতা মোঃ মাসুদ, মোঃ রুবেল, কাঞ্চন কান্তি নাথ, কলেজ ছাত্রলীগ সভাপতি মো. আবু জাফর প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, মানিকছড়ি রত্ন এম.এ. জব্বার, রেম্রাচাই চৌধুরী, মোঃ মাঈন উদ্দীন ও শাহিনা আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান , বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও ২য় বার মনোনীত জেলা পরিষদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম.এ. জব্বার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি এবং সদ্য মনোনীত জেলা পরিষদ সদস্য মোঃ মাঈন উদ্দীন।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন প্রধান শিক্ষক মোঃ আতিউল ইসলাম। পরে সাবেক উপজেলা চেয়ারম্যান এম.এ. রাজ্জাক, সংবর্ধিত অতিথি মোঃ মাঈন উদ্দীন ও এম.এ. জব্বার বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে অর্ধশতাধিক অতিথি মধ্যাহ্নভোজে মিলিত হন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ, ছাত্রলীগ, মানিকছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন