parbattanews

মানিকছড়িতে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার মানিকছড়ি, বাটনাতলী, তিনটহরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পড়িয়েছেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ। শপথের মধ্য দিয়ে নির্বাচিতরা জনকল্যাণে নিজেদের আত্মনিয়োগ করার অঙ্গীকারাবদ্ধ হন।

বুধবার (৯ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলা অডিটরিয়ামে তিন ইউনিয়ন পরিষদে নির্বাচিত ৯ জন সংরক্ষিত সদস্য ও ২৭ জন সাধারণ সদস্যকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ।

শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. আবদুর রহিম, মো. আবুল কালাম আজাদ, থানা পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস হোসেন, ইউপির সচিব মো. মোশাররফ হোসেন মজনু, মো. আবদুল হাকিম,মো. সুমন মিয়া।

শপথ বাক্যে নির্বাচিত সদস্যরা দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে জনকল্যাণে নিজেদের আত্মনিয়োগ করার অঙ্গীকার /প্রতিশ্রুতিবদ্ধ হন।

শপথ পূর্ব বক্তব্যে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার একজন সেবক হিসেবে আজ থেকে আপনারা জনগণের সকল সুখ-দুঃখের সাথী। জনগণের অর্পিত আমানতের সুরক্ষা/ বিশ্বাস অক্ষুন্ন রেখে এগিয়ে যাবেন।

সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) রুম্পা ঘোষ বলেন, একজন জনপ্রতিনিধি জনগণের অভিভাবক। এলাকার উন্নয়ন, অগ্রযাত্রা সব নির্ভর করবে আপনাদের চাওয়া-পাওয়ার ওপর। আর একজন নাগরিকের ন্যায্য পাওনা ও অধিকার নিয়ে জনপ্রতিনিধি হিসেবে আপনারা সরকারের সাথে সমন্বয়ক হিসেবে প্রতিনিধিত্ব করবেন। আইনের কোন ব্যত্তয় করা যাবে না।

Exit mobile version