parbattanews

মানিকছড়িতে পশুপালন ও মৎস্য চাষীদের এগ্রো ইকোলজি বিষয়ক প্রশিক্ষণ প্রদান

 

মানিকছড়ি প্রতিনিধি:

মানিকছড়ি উপজেলার প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পশু পালনকারী ও মৎস্যচাষী উপকারভোগী সদস্যদের নিয়ে কারিতাস, পেপ সিএইচটি-প্রকল্প এর উদ্যোগে এগ্রো ইকোলজি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৯টায় পেপ সিএইচটি অফিসে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন মানিকছড়ি উপজেলার প্রাণিসম্পদ অধিদফতরের ভিএফএ মো. ইব্রাহিম খলিল, মৎস্য অধিদফতরের উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মিলন কৃষ্ণ চাকমা।

প্রশিক্ষণে পশুপালনের গুরুত্ব, বাসস্থান, রোগ ও প্রতিকার বিষয়ে এবং মৎস্য চাষীদের মাছ চাষের গুরুত্ত্ব, পতিত পুকুর/মজা, পুকুর ব্যবস্থাপনা, মাছ চাষ, মাছের খাদ্য ও রোগ বালাই দমনের উপর আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মাঠ কর্মকর্তা মো. সোলায়মান, মাঠ সহায়ক জীবন্ত চাকমা, তাওহীদ আনোয়ার প্রমুখ।

Exit mobile version