parbattanews

মানিকছড়িতে পাহাড়ি তরুণীকে ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ

10 March protest

খাগড়াছড়ির মানিকছড়িতে মারমা তরুণীকে ধর্ষণের প্রতিবাদে ও পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের ধর্ষণ, ধর্ষণ চেষ্টা, ধর্ষণের পর হত্যার সাথে জড়িতদের দৃষ্টামূলক শাস্তি  এবং পাহাড়ি নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে খাগড়াছড়ি সদরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ১০ মার্চ সোমবার সকালে খাগড়াছড়ি শহরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) সহ খাগড়াছড়িতে সক্রিয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে ‘খাগড়াছড়ি সদরের ছাত্র-ছাত্রীবৃন্দ’-এর ব্যানারে তারা প্রথমে শাপলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি সরকারী কলেজ শাখার সভাপতি কইংজনা মারমা।

এছাড়া আরো বক্তব্য রাখেন ইউপিডিএফ সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি বিপুল চাকমা, বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের জেলা সভাপতি চাইহ্লাউ মারমা, জেএসএস(এমএন লারমা) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি রূপম চাকমা, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সদস্য কুঞ্জন জ্যোতি ত্রিপুরা, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা আহ্বায়ক কৃষ্টি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রিনা চাকমা ও প্রগতিশীল ছাত্র সমাজ(প্রমাছাস) এর খাগড়াছড়ি কলেজ শাখার সহ সভাপতি মংসাই মারমা প্রমুখ।

বক্তারা বলেন, বিগত দিনের ধর্ষণের ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার ও তদন্ত না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারীদের উপর ধর্ষণ, নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। বক্তারা পাহাড়ি নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সহ ধর্ষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি পেশ করেন।

– বিজ্ঞপ্তি

Exit mobile version