parbattanews

মানিকছড়িতে পিঠা উৎসবের জমকালো আয়োজন

5 copy

মানিকছড়ি প্রতিনিধিঃ

পৌষের শীতে পিঠা উৎসব গ্রাম বাংলার ঐতিহ্য। তাই মানিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছে এক জমকালো পিঠা উৎসব। অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান ইউএনও সনজীদা শরমিন।

বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদের দ্বিতল ভবনের বারান্দায় জমকালো আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন গুইমারা রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. তোফায়েল আহম্মদ পিএসসি, বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শওকত ওসমান, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম, গুইমারা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদ সদস্য কংজরী চৌধুরী, মানিকছড়ি উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান এম,এ জব্বার, উপজেলা ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা রানী চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীনসহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।

পিঠা উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শতাধিক রকমের পিঠা উপস্থাপিত হয়। পরে অতিথিরা ঘুরে ঘুরে পছন্দ অনুযায়ী পিঠার স্বাদ উপভোগ করেন এবং গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসব আয়োজনে উপজেলা প্রশাসনকে অভিনন্দন জানান আগত অতিথিরা।

Exit mobile version