parbattanews

মানিকছড়িতে পূজামণ্ডপে অনুদান বিরতণ করলেন জেলা প্রশাসক

সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটি পূজামণ্ডপে জেলা পরিষদ ও সংসদ সদস্যের পক্ষ থেকে অনুদান হস্তান্তর করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

দুর্গোৎসবের মহাষ্টমীতে তিনি উপজেলার রাজশ্যামা কালি মন্দিরে দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শনে আসেন। এসময় তিনি জেলা পরিষদের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে ১০ হাজার টাকা এবং সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার পক্ষ থেকে ১০ হাজার টাকা করে তিনটি পূজা মণ্ডপে মোট ৬০ হাজার টাকা অনুদান বিরতণ করেন।

জেলা পরিষদ চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে জেলা আ.লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, আ.লীগ নেতা মো. দিদারুল আলম, জেলা পরিষদ সদস্য হিরণ জয় ত্রিপুরা, মো. মাঈন উদ্দীন ও উপজেলা আ.লীগ সভাপতি মো. জয়নাল আবেদীনসহ উপজেলা আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাদল বরণ সেন, সাধারণ সম্পাদক তুষার পাল, পূজা উদযাপন কমিটির সভাপতি অমর কান্তি দত্ত ও সদস্য সচিব রাহুল দেব নাথসহ সনাতন সমাজ কল্যাণ পরিষদ নেতৃবৃন্দ অতিথিদের স্বাগত জানান ।

Exit mobile version