parbattanews

মানিকছড়িতে প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বোরো মৌসুমে চার ইউনিয়নের ৪০০জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা হিসেবে উফসী জাতের ব্রি-৮৯ ধান ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহি উদ্দীন আহম্মদ, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. শাহ আলম।

অতিথিরা উপজেলার চার ইউনিয়নের ৪০০ জন প্রান্তিক কৃষকের হাতে উফসী জাতের ব্রি-৮৯ ধানের ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন বলেন, কৃষক দেশের প্রাণ শক্তি, মানুষের অক্সিজেন। সরকার প্রান্তিক কৃষকের উন্নয়নে এবং দেশে খাদ্য ঘাটতি মোকাবেলায় বিনামূল্যে সার, ঔষধ ও বীজসহ নানা প্রণোদনা দিয়ে প্রান্তিক কৃষকের পাশে দাঁড়িয়েছে। আপনারা এসব প্রণোদনা কাজে লাগিয়ে নিজে লাভবান হোন এবং দারিদ্র্যমুক্ত দেশ গঠনে এগিয়ে আসুন।

Exit mobile version