parbattanews

মানিকছড়িতে প্রয়াত চিংসামং চৌধুরীর  ২য় মৃত্যুবার্ষিকী  পালিত

15355720_1212452808837971_9096171468891475469_n-copy

মানিকছড়ি প্রতিনিধি:

মানিকছড়ির কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, মারমা উন্নয়ন সংসদের উপদেষ্টা ও আওয়ামী লীগের সহ-সভাপতি প্রয়াত চিংসামং চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায়  কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্মিত  স্তম্ভে পূষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর চট্টগ্রাম- খাগড়াছড়ি সড়কে কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক লুৎফর রহমান-এর উপস্থাপনায় ও প্রধান শিক্ষক মংশেপ্রু মারমার সভাপতিত্বে এক মানবন্ধন ও প্রতিবাদ সভা  অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন পাবর্ত্য জেলা পরিষদ সদস্য এমএ  জব্বার, উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ রাজ্জাক, ১ নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, আওয়ামী লীগ সেক্রেটারি মো. মাঈন উদ্দিন, মারমা উন্নয়ন সংসদ সেক্রেটারি কংজপ্রু মারমা, সাবেক সেক্রেটারি লাব্রেঅং মারমা, ডাইনছড়ি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রমিজ মিয়া, কাবার্রী এসোসিয়েশন নেতা ক্যজাই কার্বারী প্রমূখ।

এছাড়াও উপস্থিত ছিলেন মারমা উন্নয়ন সংসদে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাথোয়াইপ্রু মারমা, ছদুরখীল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্রে  মারমা, কার্বারী এসোসিয়েশন সাবেক সভাপতি উদ্রসাই মারমা, বড়ডলু উচ্চ বিদ্যালয় সহকারি প্রধান শিক্ষক মো. মনির হোসেন ও মারমা সংসদের সাংঠনিক সম্পাদক উসাপ্রু মারমা প্রমূখ। আলোচনা সভা ও মানববন্ধনে শত শত শিক্ষার্থী ও জনসাধারণ অংশগ্রহন করে।

উল্ল্যেখ যে, গত ২০১৪ সালের ৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় দুর্বৃত্তদের গুলিতে নির্মমভাবে নিহত হন চিংসামং চৌধুরী।

Exit mobile version