parbattanews

মানিকছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে যোগ্যাছোলা বনাম ময়ূরখীল উদীয়মান ক্লাব

মানিকছড়ি উপজেলা ময়ূরখীল সেতুবন্ধন ক্লাবের আয়োজনে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ফাইনালে উঠেছে যোগ্যাছোলা পশ্চিমপাড়া যুব সংঘ বনাম ময়ূরখীল উদীয়মান ক্লাব।

জানা গেছে, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উপজেলার ময়ূরখীল সেতুবন্ধন ক্লাব মাসব্যাপি ব্যাপক আয়োজনে তিন উপজেলার বিভিন্ন ক্লাবের অংশগ্রহণে আয়োজন করেন ফুটবল টুর্নামেন্ট। গত ৩ নভেম্বর খেলার উদ্বোধন করেন, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দীন। ১৫ দল নিয়ে প্রথমে লিগ এবং পরে নকআউট পদ্ধতির খেলায় ৬ ডিসেম্বর ছিল দ্বিতীয় সেমি ফাইনাল।

যোগ্যাছোলা পশ্চিমপাড়া যুব সংঘ বনাম তিনটহরী নামারপাড়া একাদশের মধ্যকার খেলায় ২-১ গোলে বিজয়ী হয় যোগ্যাছোলা পশ্চিমপাড়া যুব সংঘ। এর আগের সেমি ফাইনালে বিজয়ী হয় ময়ূরখীল উদীয়মান ক্লাব। ফলে উক্ত টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন, যোগ্যাছোলা পশ্চিমপাড়া যুব সংঘ বনাম ময়ূরখীল উদীয়মান ক্লাব। দ্বিতীয় সেমি ফাইনাল খেলায় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন জেলা পরিষদ সদস্য ও লক্ষ্মীছড়ি আ.লীগ সভাপতি রেম্রাচাই চৌধুরী, কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মংচাইঞো মারমা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন প্রমূখ।

খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয় তিনটহরী নামারপাড়া একাদশের রিপ্রু মারমা। পরে অতিথিরা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সৌজন্যে শ্রেষ্ঠ খেলোয়াড়ের হাতে ক্রেস্ট তুলে দেন।

Exit mobile version