parbattanews

মানিকছড়িতে বসন্ত উৎসব পালিত

বসন্ত এসে গেছে। প্রকৃতি জেগেছে নতুন সাজে। আর বসন্তের প্রথম দিনে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বসন্ত উৎসবের আয়োজন করেছে মংরাজ বাড়ির ‘কালচার এন্ড আর্ট ইনস্টিটিউট’।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ১ ফাগুন ১৪২৯, সকাল ১০টায় উপজেলার ঐতিহ্যবাহী মহামুনি চত্বরে এই প্রথম বসন্ত উৎসবের আয়োজন করেন মংরাজ বাড়ির ‘কালচার এন্ড আর্ট ইনস্টিটিউট।

অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনচারুল করিম, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী, গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি অমর কান্তি দত্ত, সনাতন নেতা রুপেন পাল, বাদল বরণ সেন ও কালচার এন্ড আর্ট ইনস্টিটিউটের পরিচালক ডালিয়া রায় প্রমুখ।

বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক (দেবদাস) কবিতা পাঠ, গান ও নৃত্যানুষ্ঠান ইত্যাদি।

Exit mobile version