মানিকছড়িতে বাঙালীদের বাড়ী ভাঙচুরের ঘটনায় ৬ পাহাড়িকে আটকের নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি:

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা ইউনিটের সমন্বয়ক প্রদীপন খীসা এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনী কর্তৃক বাঙালীদের বাড়ী ভাঙচুরের ঘটনায় রামগড়ের কালাপানি, টিলাপাড়া ও মানিকছড়ির বক্রি পাড়া থেকে দুই গ্রাম প্রধান (কার্বারী) ও এক ইউপি মেম্বারসহ ৬ গ্রামবাসীকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি অভিযোগ করে বলেন, ‘আজ মঙ্গলবার (১১ আগস্ট) ভোররাতের দিকে (রাত ২:৩০টা) সিন্দুকছড়ি জোনের একদল সেনা সদস্য রামগড় উপজেলাধীন হাফছড়ি ইউনিয়নের টিলাপাড়া গ্রাম থেকে ২নং ওয়ার্ডের মেম্বার বিষু কুমার চাকমা (৫০), পিতা- নিশি মোহন চাকমাকে আটক করে। একই সময় সেনারা ওই গ্রামের বাসিন্দা মেমং মারমা (৪০), পিতা- উসাখই মারমা, আথুইমং মারমা (৪০), পিতা সুইহ্লা প্রু মারমা ও মমং মারমা (৩২), পিতা-কংচাই মারমাকে আটক করে নিয়ে যায়। একই সময় সেনাদের অপর একটি দল কালাপানি গ্রামে গিয়ে গ্রামের কার্বারী ক্রিঅং মারমাকে আটক করে। এছাড়া রাত আনুমানিক ৩টার দিকে সেনারা মানিকছড়ির বক্রি পাড়ায় হানা দিয়ে ওই গ্রামের কার্বারী যুগেশ চন্দ্র চাকমা (৭০), পিতা- মৃত দীনবন্ধু চাকমাকে অন্যায়ভাবে আটক করে নিয়ে যায়।’

তিনি অভিযোগ করে আরো বলেন, ‘ওই এলাকায় যুগ যুগ ধরে বসবাস করে আসা পাহাড়িদের নিজ জায়গা-জমি ও বসতভিটা থেকে চিরতরে উচ্ছেদ করার লক্ষ্যে চক্রান্ত করা হচ্ছে। তারই অংশ হিসেবে পরিকল্পিতভাবে এই ধরপাকড় চালানো হচ্ছে।’

বিবৃতিতে তিনি অবিলম্বে আটক গ্রামবাসীদের নিঃশর্ত মুক্তি, অন্যায় ধরপাকড়, ঘরবাড়ি তল্লশি-হয়রানি ও পাহাড়িদের জায়গা-জমি বেদখল বন্ধ করার জোর দাবি জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন