মানিকছড়িতে বিনা ভোটে জনপ্রতিনিধি হচ্ছেন ১০ জন

fec-image

৪র্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে মানিকছড়িতে এক বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী, ১ জন সংরক্ষিত প্রাথী ও ১৯ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে বিনা ভোটে এক চেয়ারম্যান ও ৯ জন সাধারণ সদস্য বিনা ভোটে জনপ্রতিনিধি হওয়ার দৌড়ে এগিয়ে গেলেন।

উপজেলার তিন ইউনিয়নের মধ্যে একমাত্র ৪নং তিনটহরীতে বিদ্রোহী প্রার্থী এসএম আনোয়ার হোসেন ভূইঁয়া মনোনয়ন প্রত্যাহার করায় বিনা ভোটে চেয়ারম্যান হতে যাচ্ছেন বর্তমান চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ।মানিকছড়ি সদর ইউপিতে সাধারণ সদস্য পদে ৪ জন বিনা ভোটে জয়ী হতে যাচ্ছেন। ৪নং ওয়ার্ডে (একক প্রার্থী) মো. ইদ্রিস ইসলাম(বাচ্চু), ৬নং ওয়ার্ডে (প্রত্যাহারে) মো. আইয়ূব, ৭নং ওয়ার্ডে (প্রত্যাহারে) মো. হানিফ ও ৮নং ওয়ার্ডে (একক প্রার্থী) মো. মনির হোসেন ভূইঁয়া ।

২নং বাটনাতলী ইউপিতে সাধারণ সদস্য পদে ৬নং ওয়ার্ডে মো. আবুল হাসেম,৭নং ওয়ার্ডে মো. আবদুল মমিন ও ৮ নং ওয়ার্ডে মানিক ত্রিপুরা বিনা ভোটে জয়ী হওয়া পথে।

৪নং তিনটহরী ইউপিতে সাধারণ সদস্য পদে ৪নং ওয়ার্ডে মো. শাহ আলম ও ৭নং ওয়ার্ডে কংচাইরী মারমা বিনা ভোটে জয়ী হতে যাচ্ছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শওকত আলী চৌধুরী বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার শেষে চেয়ারম্যান পদে একজন ও সাধারণ পদে ৯ জন একক প্রার্থীর কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁরা জনপ্রতিনিধি হওয়ার পথ সুগম হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন