parbattanews

মানিকছড়িতে বিয়ে বাড়িতে হামলা আহত-৩

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

মানিকছড়ির তিনটহরী নামার পাড়া গ্রামে বিয়ে বাড়িতে গতকাল বৃহস্পতিবার বর পক্ষের হামলায় কনে পক্ষের তিন জন গুরুত্বর আহত হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার লামার পাড় গ্রামের আবদুল মমিনের মেয়ে তাছলিমা খাতুনের (১৮) সাথে লেমুয়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মাসুদ পারভেজ (২২) বিয়ের অনুষ্ঠান শেষে বর পক্ষের কয়েক জন উশৃংখল যুবক আপত্তিকর আচরণে কনে পক্ষ বাধাঁ দেয়। এ নিয়ে উভয় পক্ষের কথাকাটাকাটির এক পর্যায়ে বর পক্ষের লোকজন উত্তেজিত হয়ে হামলা চালায়। এতে কনে পক্ষের আত্মীয় রাজিয়া খাতুন (৫৫), আবদুল মালেক (৩৮) ও মো. আনোয়ার হোসেন (২৫) গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে মানিকছড়ি থানার এস আই তোফায়েল আহাম্মদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ সময় ঘটনাস্থল থেকে বেলাল হোসেন (২০), জাফর আহাম্মদ (২০), কামরুল ইসলাম (১৮) ও কোরবান আলীকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

মানিকছড়ি থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Exit mobile version