parbattanews

মানিকছড়িতে বেইলী ব্রিজ ধসে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

IMG_6577

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মানিকছড়ির গচ্ছাবিলে বেইলী ব্রিজের পাটাতন ধসে গিয়ে ৩ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে আনসার ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে।

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৭টায় গচ্ছাবিল ২৯ আনসার সদর ব্যাটালিয়ণ সংলগ্ন চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের বেইলী ব্রিজটি দিয়ে খাগড়াছড়িগামী যাত্রীবাহী একটি বাস পার হওয়ার সাথে সাথে ব্রিজের দুটি পাটাতন নিচে পড়ে যায়। ফলে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ খবর পেয়ে সেনাবাহিনী, ২৯ ব্যাটালিয়ন আনসার সদস্য ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক ও জনপথের সহযোগীতায় যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে। দীর্ঘ ৩ঘন্টা অবিরাম কাজ করে সকাল সাড়ে ১০টার দিকে যান চলাচল স্বাভাবিক করে। ওই সময়ে রাস্তার দু’পাড়ে শতশত গাড়ীর যাত্রীরা আটকা পড়ে দূর্ভোগে পড়তে হয়েছে।

 

Exit mobile version