parbattanews

মানিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারী ব্যবসায়ীকে জরিমানা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী বাজারে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে ফাস্টফুড খাদ্য উৎপাদনের দায়ে ‘বাবা ভান্ডারী বেকারী’কে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ‘বাবা ভান্ডারী বেকারীর বিরুদ্ধে অস্বাস্থ্যকর ও দুর্গন্ধযুক্ত পরিবেশে বিস্কুট, খোলা কেক, বনরুটি, পাউরুটি তৈরি ও বাজারজাত করার অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতে আজ ‘বাবা ভান্ডারী বেকারী’তে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়া গেলে ‘বাবা ভান্ডারী বেকারী’র পরিচালক মো. সাদ্দাম হোসেন (২৮) কে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী।

Exit mobile version