মানিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় সড়ক ও বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরের পর সড়ক ও বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ২০০৯ এর ১২(১) ধারা মোতাবেক যানবাহনে অবৈধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে প্রতিটি যানবাহনকে ১ হাজার টাকা করে ১৩টি মামলায় মোট ১৩ হাজার টাকা এবং নিষিদ্ধ পলিথিন ব্যবহারের দায়ে মানিকছড়ি বাজারের পাল স্টোরকে ৩ হাজার টাকা, আল মক্কা স্টোরকে ৫ হাজার টাকা, ভূপতি স্টোরকে ৩ হাজার টাকা, মায়ের দোয়া মেশিনারিকে ১ হাজার টাকা হারে চারটি দোকানে ১২ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া ভ্রাম্যমাণ আদালত হাইড্রোলিক হর্ন ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেন ইউএনও।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জরিমানা, ভ্রাম্যমাণ আদালত, মানিকছড়ি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন