parbattanews

মানিকছড়িতে মোমবাতি প্রজ্বলন ও বস্ত্র বিতরণে দুর্গোৎসব শুরু

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার সনাতনী ধর্মালম্বী সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতায় মোমবাতি প্রজ্বলন ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার শ্রী শ্রী রাজশ্যামা কালি মন্দিরে পূজার আনুষ্ঠানিকতায় এক সভা অনুষ্ঠিত হয়। মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাদল বরণ ও সাধারণ সম্পাদক তুষার পালের উপস্থিতিতে মোমবাতি প্রজ্বলন ও বস্ত্র বিতরণ করেন অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী, জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, রাজশ্যামা কালি মন্দির প্রতিষ্ঠাতা রাজ পরিবারের সদস্য কুমার সুইচিংপ্রু ওরফে মেজ কুমার, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা সজল বরণ সেন, সনাতন সমাজ কল্যাণ পরিষদ উপজেলা কমিটির উপদেষ্টা অজিত কুমার নাথ, সভাপতি রুপেন পাল, পূজা উদযাপন কমিটির সভাপতি অমর কান্তি দত্ত, সাধারণ সম্পাদক রাহুল কান্তি নাথ প্রমুখ।

Exit mobile version