parbattanews

মানিকছড়িতে রেড ক্রিসেন্ট ও কেবিডিএ এর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন

মানিকছড়ি প্রতিনিধি:

‘রক্ত দিয়ে দেশ পেয়েছি, রক্তদানে জীবন পাবো, নিজের রক্তের গ্রুপ জানি, রক্ত দিয়ে কাছে টানি’ এ স্লোগানকে সামনে রেখে মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিট, খাগড়াছড়ি ব্রাঞ্চ ও খাগড়াছড়ি ব্লাড ডোনারস এসোসিয়েনের (কেবিডিএ) আয়োজনে এবং খাগড়াছড়ি মেডিকেল সেন্টার প্রাঃ লিঃ এর সহযোগিতায় ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।

যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক এম কে আজাদ ও স্থানীয় ওয়ার্ড মেম্বার তৈয়ব আলী ব্লাড ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এতে আরও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট এর যুব প্রধান সাংবাদিক চিংলামং মার্মা মিন্টু, খাগড়াছড়ি ব্লাড ডোনার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ, যুব রেড ক্রিসেন্ট মানিকছড়ি ইউনিটের রক্ত বিভাগীয় প্রধান সংবাদকর্মী মো. আকতার হোসেনসহ যুব রেড ক্রিসেন্ট ও কেবিডিএর সদস্যরা।

এসময় বিনামূল্যে ৫শ’ ৮৩ জন শিক্ষার্থীদেরকে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া হয়।

Exit mobile version