parbattanews

মানিকছড়িতে লকডাউনে গৃহবন্দী ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য  সামগ্রী বিতরণ

বৈশ্বিক মহামারী করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশব্যাপী লকডাউন চলছে। ফলে কর্মহীন হয়ে পড়েছে গ্রামের অসহায় হত-দরিদ্র মানুষজন। মানিকছড়ির তৃণমূলে কর্মহীন ও দুস্থদের অভাব-অনটনের দৃশ্যে বিবেকে নাড়া পড়েছে সরকার পরিবারের। ফলে ১২ এপ্রিল বিকালে নিজ এলাকা থেকে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন।

১২ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় উপজেলার যোগ্যাছোলা ইউপি’র আছারতলী, দশবিল ও যোগ্যাছোলায় পৃথক পৃথকভাবে এই ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহন করেন ত্রাণদাতা উপজেলার প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব মো. আবদুল হামিদ, তার মেঝ ছেলে আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ আমির হোসেন, ইউপি চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, উপজেলা দুপ্রক, গ্র্যাজুয়েট ফোরাম এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান প্রমুখ।

ত্রাণদাতা আলহাজ্ব মো. আবদুল হামিদ জানান, গত বছর করোনাকালীন সময়েও এলাকার হত- দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে উপহার সামগ্রী বিতরণ করেছি। এবারও উপজেলার সহস্রাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি।

তিনি আরও জানান, আমার বড় ছেলে আলহাজ্ব মো. সোহেল রানা ওরফে মানিক এর অর্থায়ণে এই কার্যক্রম চলছে।

Exit mobile version