parbattanews

মানিকছড়িতে শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ

10, copy

মানিকছড়ি প্রতিনিধি:

শিশুর প্রতি সহিংসতা রোধকল্পে বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ কর্মসূচির আওতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মানিকছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনায়য়ের অধীনে বিপিডব্লিউডিএ‘র আয়োজনে ও মানিকছড়ি উপজেলা প্রশাসনের সহযোগীতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন মানিককছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামরুল আলম। উইম্যান ডেভেলপমেন্ট এসোসিয়েশনের প্রশিক্ষণ সম্বন্বায়ক নুরুন নাহার খান‘র পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, সমাজ সেবা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মস্যৎ কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা, সমবায় কর্মকর্তা মো. মনছুর আহম্মদ, মাওলানা মো. আব্দুল জলিল, কাজী মো. রফিকুল ইসলাম, হিন্দু বিবাহ নিবন্ধক বাদল কান্তি সেন, মানিকছড়ি রাণী নিহার দেবী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সামিয়া আক্তার, তিনটহরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র মো. গোলাম মোস্তফা, তাসলিমা আক্তার, বড় ডলু উচ্চ বিদ্যায়য়ের ছাত্র মো. আক্তার হোসেন। বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ে একদিনের সচেতন মূলক প্রশিক্ষণ প্রদান করেন উইম্যান ডেভেলপমেন্ট এসোসিয়েশন নির্বাহী প্রধান খালেদা খাতুন।

দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলা পরিষদে বিভিন্ন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, নির্বাচিত জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

Exit mobile version