parbattanews

মানিকছড়িতে সাড়ে ৮ হাজার পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় সাড়ে ৮ হাজার অতিদরিদ্র পরিবারারে মাঝে ১০ কেজি করে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকে তদারকি কর্মকর্তাদের উপস্থিতিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ এই ভিজিএফ’র খাদ্যশস্য সুবিধাভোগীর হাতে তুলে দেওয়া হয়।

উপজেলা প্রকল্প কর্মকর্তা অফিস সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার চার ইউনিয়নে ৮ হাজার ৪৫৮ অতিদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল বরাদ্দ করা হয়েছে। এই চাল বৃহস্পতিবার একযোগে বিতরণ শুরু করেছেন জনপ্রতিনিধিরা। বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর করতে প্রতিটি ইউনিয়নে তদারকি কর্মকর্তা নিয়োগ করেছে উপজেলা প্রশাসন।

ভিজিএফ চাল বিতরণের মাধ্যমে ১ নম্বর মানিকছড়ি ইউনিয়নে ২ হাজার ৫৮৬ পরিবার, ২ নম্বর বাটনাতলী ইউনিয়নে ২ হাজার ৪৩ পরিবার, ৩ নম্বর যোগ্যাছোলা ইউনিয়নে ১ হাজার ৬২৯ পরিবার ও ৪নম্বর তিনটহরী ইউনিয়নে ২ হাজার ২০০ পরিবার উপকৃত হবে।

 

Exit mobile version