parbattanews

মানিকছড়িতে হৃত-দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর সেলাই মেশিন ও সনদ বিতরণ

4f army

স্টাফ রিপোর্টার ॥

পাহাড়ে হৃত-দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এধারা অব্যহত থাকবে। খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে জেলার মানিকছড়ি সাবজোনে আজ সকালে সেলাই প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র ও সেলাই মেশিন বিতরণকালে এসব কথা বলেন ২৪ আর্টিলারী ব্রিগেড় গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তোফায়েল আহাম্মেদ।

এসময় প্রশিক্ষণার্থীদের মাঝে নগদ আর্থিক অনুদানও প্রদান করেন রিজিয়ন কমান্ডার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল রাব্বি আহসান, মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শারমিন, মেজর হাসান আরাফাত, মেজর মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল হোসন, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলামসহ স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, পাড়াকার্বারী, জনপ্রতিনিধি ও সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৫ জনের গ্রুপ করে ৫০ জন প্রশিক্ষণার্থীর মাঝে ১০টি সেলাই মেশিন ও ৫ হাজার টাকা করে ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

Exit mobile version