parbattanews

মানিকছড়িতে ২০০ ঘনফুট কাঠ জব্দ

মানিকছড়ির বনাঞ্চলের কাঠ কেটে পাচারকালে সেনাবাহিনীর অভিযানে ২০০ ঘনফুট আকাশমনি কাঠ জব্দ হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় উপজেলার বেলছড়ি এলাকা থেকে চোরাই পথে জাঠ পাচারকালে ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের বাটনাতলী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বিএ-১০৮৮০ লে. মো. সিফাতুল হক সিফাত এর নেতৃত্বে অভিযান চালিয়ে দুইটি জীপ গাড়ী ভর্তি আনুমানিক ২০০ ঘটফুট অবৈধ আকাশমনি কাঠ জব্দ করা হয়।

পরে জব্দ কাঠ গাড়ীটানা বনবিভাগে হস্তান্তর করা হয়েছে। কাঠের আনুমানিক স্থানীয় বাজারমূল্য ৮০,০০০ টাকা। গাড়ীটানা বনবিভাগের রেঞ্জার উহ্লামং চৌধুরী কাঠ জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন, জব্দ কাঠ পরিমাপ শেষে বন আইনে মামলা রুজু করা হবে।

Exit mobile version