মানিকছড়িতে ২৯ আনসার ব্যাটালিয়নের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

26-1

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় গচ্ছাবিলস্থ ২৯ আনসার ব্যাটালিয়নের সদর দপ্তরে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

অনুষ্ঠানে ২৯ আনসার ব্যাটালিয়ন গচ্ছাবিল সদর দপ্তরের অধিনায়ক মো. মঈনুল ইসলাম এর সঞ্চালনায় ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেঞ্জ কমান্ডার নির্মলেন্দু বিশ্বাস।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মাসুদ করিম, সিন্দুকছড়ি জোন কমান্ডার কর্ণেল মোঃ রাব্বি আহসান (পিএসসি), উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, উপজেলা নির্বাহী অফিসার সনজিদা শরমিন, এএসপি সার্কেল মোঃ শাহজাহান ও বিভিন্ন পদবীর কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ হতে ২৬ বছর পূর্বে এমনই একটি দিনে ১৯৮৮ইং সালের ২৮জুন ২৯ আনসার ব্যাটালিয়ন এই মানিকছড়ির তিনটহরীতে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকেই এই বাহিনী জনগনের সার্বিক নিরাপত্তা, উন্নয়ন, শান্তি সম্প্রীতি বজায় রেখে অত্র এলাকায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন