parbattanews

মানিকছড়িতে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু

দেশব্যাপী নিম্ন আয়ের মানুষকে মূল্য সহায়তা এবং বাজার দর স্থিতি রাখার লক্ষ্যে ন্যায্যমূল্যে ওএমএস বা খোলা বাজারে চাউল বিক্রি শুরু করেছে সরকার। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় এই (ওএমএস) খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রেসক্লাবের সামনে ওএমএস বা খোলা বাজারে খাদ্যশস্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী।

এতে টিসিবি’র সুবিধাভোগীরা মাসে দু’বার এবং সাধারণ বা নিম্ন আয়ের জনগোষ্ঠী প্রতিদিন ৫ কেজি ৩০ টাকা হারে খাদ্যশস্য ক্রয় করতে (সপ্তাহে ৫ দিন) পারবেন। প্রতি উপজেলায় দু’জন ডিলার প্রতিদিন ২ মে .টন হারে ৪ মে.টন চাউল ৮শ জন সুবিধাভোগীর মাঝে বিক্রি করতে পারবেন।

এ সময় জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জুলিয়াস চাকমা, ওসিএলএসডি সুপ্রিয় চাকমা, তদারকি কর্মকর্তা মো. কামরুল আলম, ডিলার মো. মাসুদ হোসেন বাপ্পি ও উহ্লাপ্রু মারমা উপস্থিত ছিলেন।

Exit mobile version