parbattanews

মানিকছড়িতে ৬৩৫ জন পেলেন উপহারের ঘর, আরো পাবে ৬২ জন

সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারে আশ্রয়ণ প্রকল্পের ৩য় পর্যায়ের ২য় ধাপে নির্মিত ঘর উদ্বোধন উপলক্ষে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার প্রস্তুতি নিয়ে প্রেস ব্রিফিং করেছে উপজেলা প্রসাশন।

সোমবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং এ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী লিখিত বক্তব্যে জানান, বাংলাদেশে একজনও ভূমিহীন থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই নির্দেশনার আওতায় দেশজুড়ে আশ্রয়ণের ঘর নির্মাণ চলমান রয়েছে। এর আলোকে উপজেলায় ইতোমধ্যে ৬৩৫ জন দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারের ঠাঁই হয়েছে দুই শতক জায়গায়
নির্মিত ঘরে।

আগামী ২১ জুলাই ৩য় পর্যায়ে ২য় ধাপে সারাদেশে নির্মিত ঘর একযোগে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এই পর্যায়ে উপজেলায় ৬২ পরিবারের উপকারভোগীর হাতে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হবে। এ সময় প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মিন্টু মারমাসহ সাংবাদিক মো.ইসমাইল হোসেন, মো.রবিউল হোসেন, মো.মোক্তাদীর হোসেন, মো. আলমগীর হোসেন, এম. জুলফিকার আলী ভুট্টো উপস্থিত ছিলেন

Exit mobile version