parbattanews

মানিকছড়িতে ৮৪ ঘন্টার হরতাল পালিত

13

মো.আলমগীর হোসেন, মানিকছড়ি প্রতিনিধিঃ

দেশব্যাপি ১৮ দলীয় জোটের তৃতীয় দফার টানা ৮৪ ঘন্টা হরতালের শেষ দিনে ১৩ নভেম্বর বুধবার  মানিকছড়ি  সর্বত্র কড়াকড়িভাবে হরতাল পালিত হয়েছে।  
সরজমিন ঘুরে দেখা গেছে, মানিকছড়ি উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের  নেতাদের উপস্থিতিতে  মহামুনি বাসস্টেশন,গচ্ছাবিল ,হাতিমুড়া ও গাড়ীটানা এলাকায় ১৮ দলের নেতা-কর্মীরা সকাল থেকে পিকেটিং করছে। এতে করে কোন ধরণের যানবাহন চলাচল করতে পারেনি। যার কারণে পুরো উপজেলাসহ পার্শ্ববর্তী লক্ষ্মীছড়ি পর্যন্ত সম্পূর্ণভাবে জনজীবন অচল হয়ে পড়েছে। গ্রামের আন্তঃসড়কে ও কোন গাড়ী , মোটর সাইকেল চলাচল করতে দেয়নি হরতাল সর্মথকরা। যার কারণে পুরো উপজেলা অচল হয়ে পড়েছে।

পিকেটিং চলাকালে মহামুনি বাসস্টেশন, গচ্ছাবিল ,হাতিমুড়া ও গাড়ীটানা গিয়ে দেখা গেছে, বিএনপি নেতা আবুল কাশেম চৌধুরী, মো.জাহাঙ্গীর হোসেন, মো. এনামুল হক, সৈয়দ আলী, আবদুল ওয়াদুদ, যুবদল নেতা মো. আবুল কাশেম, ময়নাল হোসেন ভূইঁয়া, মো. রফিকুল ইসলাম ও ছাত্রদল নেতা মোশারফ হোসেন, মো. ইসমাইলসহ শত শত নেতা-কর্মীরা রাস্তায় পিকেটিং করেছে।  

দুপুর ১২ টায় গাড়ীটানার মাদ্রাসা সংলগ্ন চট্রগ্রাম-খাগড়াছড়ি সড়কে নির্দলীয় সরকারের দাবীতে মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদল কর্মীরা। পুলিশ ও সেনাবাহিনী  রাস্তায় টহল  অব্যাহত রেখেছে। মানিকছড়ি থানার ও.সি কেশব চক্রবর্তী জানান, কোন রকম অঘটন ছাড়াই মানিকছড়িতে ৮৪ ঘন্টার হরতাল সম্পূর্ণ হয়েছে।

Exit mobile version