parbattanews

মানিকছড়ির অসহায়দের মাঝে পার্বত্য জেলা পরিষদের ত্রাণ বিতরণ

করোনাভাইরাস প্রতিরোধে সরকারি বিধি-নিষেধে মানুষজন গৃহবন্দী। এমন সংকট মূহূর্ত্বে স্থানীয় প্রশাসনের পাশাপাশি মানিকছড়িতে ১ হাজার পরিবারের মাঝে ২য় বারের মত ত্রাণ-সামগ্রী বিতরণ করেছেন পার্বত্য জেলা পরিষদ।

বুধবার (২৯ এপ্রিল) সকালে চাল, ডাল, পেঁয়াজ, তৈল, আলুসহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণে অংশ গ্রহণ করেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, সদস্য এমএ. জব্বার ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, পেঁয়াজ, তৈল, আলুসহ নিত্য প্রয়োজনীয় জিনিস।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, প্রাণঘাতি ‘করোনা’ প্রতিরোধে দেশব্যাপি চলছে ঘোষিত ও অঘোষিত লকডাউন। ফলে তৃণমূল থেকে শুরু করে সর্বত্রই মানুষজন গৃহেবন্দী। সমাজের হত-দরিদ্র, অতি-দরিদ্র ও মধ্যবিত্তের সকলেই বাসাবাড়িতে খাদ্য সংকটসহ দূর্বিসহ জীবন-যাপন করছে।  এ অবস্থায় উপজেলা প্রশাসনের পাশাপাশি তৃণমূলে ত্রাণ-সামগ্রী বিতরণে নেমেছে পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি।

পাবর্ত্য মন্ত্রণালয়ের অর্থায়নে জেলা পরিষদের সহযোগিতায় মানিকছড়ি উপজেলার ডাইনছড়ি( বাটনাতলী ইউপি), তিনটহরী ও মানিকছড়িতে বিতরণে অংশ নেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

এসময় জেলা পরিষদ সদস্য এমএ. জব্বার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, মো. শহিদুল ইসলাম মোহন, মো. আবুল কালাম আজাদ, ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version